রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উন্মুক্ত স্থানে মল ত্যাগ করে মাত্র এক শতাংশ

নিজস্ব প্রতিবেদক

দেশের ৯৯ শতাংশ মানুষই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করে। অর্থাৎ বাংলাদেশে মাত্র ১ শতাংশ মানুষ অস্বাস্থ্যকর ও উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন। রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরেন ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ। বিশ্ব স্যানিটেশন দিবসকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিপিএইচই। এ বছর স্যানিটেশন দিবসের প্রতিপাদ্য হলো ‘উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন’।

সর্বশেষ খবর