সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ব্যাটারিচালিত অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর কয়েকটি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। গতকাল বিকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  আহ্বান জানান। চরমোনাইর পীর বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিরা টেন্ডারবাজির নামে চুরি-লুটপাট করায় বরিশাল নগরীর সড়কগুলোর বেহাল অবস্থা। এজন্য সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। কিন্তু যানজটের অজুহাতে নগরীর কয়েকটি সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নবায়নের নামে ট্যাক্স নেওয়া হবে, অথচ সড়কে অটোরিকশা চলতে দেওয়া হবে না, গরিব শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত বরদাশত করা হবে না।’ সব সড়কে ইজিবাইক চলাচল করতে দেওয়া না হলে শিগরিই কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সর্বশেষ খবর