সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম ছেড়েছে তিন জাহাজ

বন্দরে কনটেইনার জট খুলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রাইম মুভার ট্রেইলার ধর্মঘট স্থগিত হওয়ায় বন্দরের কনটেইনার জট খুলছে। ধীরে ধীরে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার দেশের অভ্যন্তরে পরিবহন স্বাভাবিক হচ্ছে। তবে পুরোপুরি কনটেইনার জট খুলতে চলতি মাসের পুরোটাই লেগে যাবে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। শুক্রবার থেকে গতকাল পর্যন্ত ৩ হাজার ৬৪৫ টিইইউস রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছেড়েছে তিনটি জাহাজ। সকালে জাহাজগুলো বন্দর জেটি ছেড়ে যায় বলে জানা গেছে।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহুল আমিন শিকদার বলেন, বর্তমানে ১৬টি বেসরকারি ডিপোর ধারণ ক্ষমতা ৫ হাজার টিইইউস হলেও এখানে ৬ হাজার ২৭৫ টিইইউস রপ্তানি পণ্য রয়েছে। ফলে ডিপোগুলোর ইয়ার্ড এখনো জটমুক্ত হয়নি। চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার মধ্যে তিনটি জাহাজ বন্দর ছেড়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর