মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কর্মীকে মারধরে বিক্ষুব্ধ রেল শ্রমিক লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেল কর্মচারীর ওপর রেলওয়ে পুলিশের হামলায় বিক্ষুব্ধ হয়েছেন রেল শ্রমিক লীগ নেতারা। চট্টগ্রামের সিআরবিসহ পূর্বাঞ্চলের বিভিন্ন শাখায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন নেতা-কর্মীরা। গতকালও পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবি, পাহাড়তলী ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ নিয়ে রেলপুলিশ ও রেল শ্রমিক লীগের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে অভ্যন্তরীণ কোন্দলের মাত্রা প্রকট আকারে রূপ নিতে পারে বলে জানান রেলসংশ্লিষ্টরা।

রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম বলেন, অন্যায়ভাবে সুবিধা ভোগ করার সুযোগ না দেওয়ায় এ হামলা করা হয়। যদি কর্মচারীর নিরাপত্তাই না থাকে তাহলে যাত্রীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে রেলপুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তূর্ণা নিশিতা ট্রেনের ইবাদতখানায় অবৈধ যাত্রী বসতে না দেওয়ায় রেলের বিদ্যুৎ বিভাগের এসি অপারেটর ফরহাদ রনিকে পেটান রেলপুলিশের কনস্টেবল ফয়সাল। এতে রনির দুটি দাঁত পড়ে যায়।

সর্বশেষ খবর