Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ০২:৫৫
উৎসবমুখর নাট্যোৎসব
সাংস্কৃতিক প্রতিবেদক
উৎসবমুখর নাট্যোৎসব

মঞ্চে নাট্যশিল্পীদের শৈল্পিকতা আর মিলনায়তনজুড়ে নাট্যানুরাগীদের উচ্ছ্বাস। প্রতিটি দৃশ্যের পরই যেন নতুন করে দর্শকদের সামনে হাজির হচ্ছিলেন কুশীলবরা। গল্পের গাঁথুনি আর সুসজ্জিত সেটে আলোর খেলায় নাটকের মঞ্চ যেন জাদুর মঞ্চের রূপ নিয়েছিল। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দুটি মিলনায়তন আর বেইলি রোডের মহিলা সমিতিতে ভরে ছিল নান্দনিক আভা। নাট্যশিল্পীদের ছড়িয়ে দেওয়া রঙে শিল্পরসিক দর্শকরাও নিজেদের রাঙিয়েছিলেন শিল্পের সুষমায়। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শিল্পকলা একাডেমি প্রযোজিত নাটক ‘বাঁধ’, পরীক্ষণ থিয়েটার হলে প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘কনডেমড সেল’, ও মহিলা সমিতি মিলনায়তনে সময় এর ‘শেষ সংলাপ’ প্রতিটি নাটকই দর্শকদের সামনে তুলে ধরেছিল জীবনের কথা, মানুষের কথা, মানবতার কথা ও রুচিবোধের কথা।‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক ১৮ দিনের জাতীয় নাট্যোৎসবের দশম সন্ধ্যায় গতকাল মঞ্চায়ন হয় উল্লেখিত নাটকগুলো।

এই পাতার আরো খবর
up-arrow