Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ০২:৫৫
গ্রাহকসেবা সপ্তাহ শুরু ব্রিটিশ কাউন্সিলে
নিজস্ব প্রতিবেদক

‘ইউ স্পিক, উই লিসেন’ স্লোগান নিয়ে গতকাল থেকে গ্রাহকসেবা সপ্তাহ শুরু করেছে ব্রিটিশ কাউন্সিল। রাজধানীর ফুলার রোড এলাকায় ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে আগামী ৬ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী এই আয়োজন চলবে। গ্রাহকসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক।

বক্তব্যে আনিসুল হক বলেন, ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার পথ দেখায়, ইংরেজিতে দক্ষ হওয়ার নানা রকম প্রশিক্ষণ দেয়। এই সেবাধর্মী প্রতিষ্ঠানটি আরও ভালো সেবা দিতে পারলে গ্রাহকের আরও কাছাকাছি পৌঁছবে। এতে দেশ ও জাতি উপকৃত হবে। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ব্রিটিশ কাউন্সিল সেবা সপ্তাহ পালন করে থাকে। দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিটি ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে গ্রাহকসেবা সপ্তাহ পালন করা হবে। সরকারি বিভিন্ন সংস্থাসহ অর্থনৈতিক, স্বাস্থ্যসেবা, বীমা, নির্মাতা, রিটেইলিং, হসপিটালিটি, যোগাযোগ, নন-প্রফিট এবং শিক্ষা-প্রতিষ্ঠান এবারের আয়োজনে অংশ নিচ্ছে।

এই পাতার আরো খবর
up-arrow