বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ২০ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি আগামী ১৩ অক্টোবর পরবর্তী  বৈঠক করে যানবাহনে অতিরিক্ত মালামাল পরিবহন ও জরিমানা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে সরকার।

গতকাল রাজধানীর রমনার একটি রেস্টুরেন্টে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে যানবাহনে অতিরিক্ত মালামাল পরিবহন বন্ধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,  রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, চট্টগ্রাম সিটির মেয়র আ জ ম নাছির, এফবিসিসিআইর সফিউল ইসলাম মহিউদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সভায় পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর