শিরোনাম
বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, ৪ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

মাদকের মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ টাকা ও সোনার চেইন আদায়ের অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল দুপুরে এ নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন দারুস সালাম থানার এসআই কামরুল হাসান, এএসআই শ্যামল দাস বংশী, কনস্টেবল ফয়েজ ও কনস্টেবল কামরুল ইসলাম। পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ডে মশিউর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করে গাড়িতে তুলে নেন দারুস সালাম থানার টহলরত অভিযুক্ত পুলিশ সদস্যরা।

পরে তারা ওই ব্যবসায়ীর স্ত্রীকে ডেকে এনে তার স্বামীর বিরুদ্ধে মাদকের মামলা করার ভয় দেখান। এ সময় ১০ হাজার টাকা ও একটি সোনার চেইনের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় ওই ব্যবসায়ীকে। এ ঘটনায় পরে মশিউর পুলিশ সদর দফতরে একটি অভিযোগ দেন। এর ভিত্তিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আহমেদ বলেন, ‘অভিযোগের কিছুটা সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ খবর