বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শত কোটি টাকার গম আত্মসাৎ ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শত কোটি টাকার সরকারি গম আত্মসাতের মামলায় এক ধনাঢ্য ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার নাম সাইফুল ইসলাম। ৩৩ হাজার মেট্রিক টন গম আত্মসাতের মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই আদেশ দিয়েছেন।  সাইফুল ইসলাম ঢাকার পুরানা পল্টনের রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। প্রায় দেড় বছর আগে সাইফুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে গম আত্মসাতের এই মামলা করেছিলেন খুলনার একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার শেখ আজিজুল হক। মামলার অপর আসামি আবদুল মালেক মাঝি জামিনে থাকলেও বাকি তিন আসামি পলাতক আছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় কুমার সিনহা জানান, খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি অনুসারে ২০১৪ সালের ৬ আগস্ট কোরিয়ান প্রতিষ্ঠান মেসার্স সামজিন কোম্পানি লিমিটেড ৩৩ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। মেসার্স হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স গমগুলো খালাস করে খাদ্য বিভাগকে দেওয়ার জন্য সামজিনের পক্ষ থেকে চুক্তিবদ্ধ হয়েছিল।

সর্বশেষ খবর