বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

২৪ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

তিন ক্যাটাগরির প্রায় ২৪ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার। তিন ক্যাটাগরির মধ্যে গ্যাস অয়েল, জেট এ-১ অয়েল এবং ফারনেস অয়েল রয়েছে। ২০১৭ সালের জন্য সরকার টু সরকার (জি টু জি) পর্যায়ে এ জ্বালানি তেল আমদানি করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ বৈঠকের পর অনুষ্ঠিত হয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভার বৈঠক। এতেও সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী। বৈঠকে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিল ও

আহ্ছানিয়া মিশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। বৈঠকে সর্বমোট ৪৩৪ কোটি টাকা ব্যয়ে চারটি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর