বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শিল্প-কারখানায় গ্যাসের দাম না বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

২০২১ সালে দেশের তৈরি পোশাক পণ্যের রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জনে শিল্প-কারখানায় নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন বস্ত্র ও পোশাকশিল্প খাতের ব্যবসায়ীরা। পাশাপাশি নতুন শিল্প-কারখানায় দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ষষ্ঠ ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশ শোর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গতকাল এসব দাবি জানান ব্যবসায়ী নেতারা। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই)  সহ-সভাপতি আতিক এ রাব্বানী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহ-সভাপতি ফজলুল হক ও ডেনিম অ্যান্ড জিন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়াল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর