Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২২:৫৩
কওমি সনদ নিয়ে বৈঠকে ঐকমত্য
নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, স্বাতন্ত্র্য ও স্বকীয়তা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুপারিশ প্রণয়নে ঐকমত্য পোষণ করেছে কওমি সনদের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি। গতকাল আম্বরশাহ মাদ্রাসা কমপ্লেক্সে কমিটির প্রথম বৈঠকে এ ঐকমত্য পোষণ করা হয়। কমিটির আহ্বায়ক মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি রুহুল আমিনের পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।

কওমি অঙ্গনের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের তাদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে কমিটির সদস্যরা বলেন, কওমি মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা এবং শিক্ষার্থীদের উপকার হয় এমন কিছু আমরা প্রণয়ন করব। মিটিংয়ে কয়েকজনকে কো-অপ্ট করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow