বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে : শিক্ষামন্ত্রী

আগামী দিনের নির্মাতা হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিশ্ব শিক্ষক দিবসের’ আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, ইউনেস্কো বাংলাদেশ অফিসের প্রধান বিট্রিস কালদুম, গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট রাশেদা কে চৌধুরী, জাতীয় শিক্ষক ও কর্মচারী জোটের প্রধান সমন্বয়ক অধ্যাপক কাজী ফারুক আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর