Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ অক্টোবর, ২০১৬ ২৩:৫৫
শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার মে. জে. হুমায়ুন
নিজস্ব প্রতিবেদক
শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার মে. জে. হুমায়ুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সাইপ্রাসে শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার নিযুক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সাইপ্রাসে ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির গত বুধবার নিউইয়র্ক গেছেন। সেখানে জাতিসংঘ সদর দফতরে প্রয়োজনীয় ব্রিফিং শেষে তিনি ৯ অক্টোবর সাইপ্রাসে গিয়ে ফোর্স কমান্ডার হিসেবে যোগ দেবেন। উল্লেখ্য, সাইপ্রাসে গ্রিস এবং তুরস্ক এর আধিপত্যকে কেন্দ্র করে ১৯৬৪ সালের মার্চ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow