শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মেডিকেলে ভর্তি পরীক্ষার বিধান চ্যালেঞ্জ করে রিট

আজ ভর্তিযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

মেডিকেলে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ রাখার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, লিখিত পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর ফলে অনেক শিক্ষার্থী মেডিকেল ভর্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৮ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারত। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে মোট জিপিএ-৮-এর স্থলে জিপিএ-৯ করায় অনেক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারছে।

দেশের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ডিগ্রিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর