Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ অক্টোবর, ২০১৬ ০৩:০৮
গণতন্ত্র না থাকায় বদরুলরা সাহস পাচ্ছে : ড. মোশাররফ
নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র নেই বলেই নার্গিসের ওপর বদরুলের মতো সন্ত্রাসীরা এ ধরনের নির্মম ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে।

গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে এর আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল খালেক, রবিউল ইসলাম লাভলু, আ ক ম মোজাম্মেল হক, খন্দকার মাশুকুর রহমান, রফিকুল ইসলাম মজনু, এস এম জাহাঙ্গীর, সৈয়দ আবেদিন প্রিন্স প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow