Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ অক্টোবর, ২০১৬ ২৩:৪৫
সীমা লঙ্ঘন করবেন না কেউ: ওবায়দুল
নিজস্ব প্রতিবেদক
সীমা লঙ্ঘন করবেন না কেউ: ওবায়দুল

দলে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয় মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলন কেন্দ্র করে অতি উৎসাহী হয়ে সীমা লঙ্ঘন না করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এবার স্মরণকালের সবচেয়ে সুশৃঙ্খল, বর্ণাঢ্য সম্মেলন হবে। এটা একটা টিমওয়ার্ক। আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। নেত্রীর ওপর আমাদের শতভাগ আস্থা রয়েছে; যা করার উনিই করবেন।’ গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দফতর উপকমিটির বরিশাল বিভাগের আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ, তেমনই প্রতিটি স্থানে আমাদের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম এবং ঐতিহ্যের ইতিহাস, এর সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে ২০২১ সালকে টার্গেট   করে আমরা এগিয়ে এসেছি।

এই পাতার আরো খবর
up-arrow