Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৭ অক্টোবর, ২০১৬ ২৩:৪৭
পণ্য হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দর এগিয়েছে ১১ ধাপ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৭৬তম। ২০১৫ সালে বন্দরের অবস্থান ছিল ৮৭তম। ২০১৬ সালে ৭৬তম অবস্থানে আসাতে সক্ষম হয়। ফলে পণ্য হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দর গত বছরের তুলনায় ১১ ধাপ এগিয়ে এসেছে। ২০০৮-০৯ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮, ২০১৩ সালে ছিল ৯০তম। গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সনদ হস্তান্তর ও মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানান লয়েড’স লিস্টের বাংলাদেশ সমন্বয়ক ক্যাপ্টেন জিল্লুুর রহমান। এ সময় তিনি লয়েড’স লিস্টের পক্ষে স্বীকৃতির সনদ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের হাতে তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ, এ বি এম ফজলে করিম চৌধুরী, শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এই পাতার আরো খবর
up-arrow