শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন পূর্তমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নগরের উত্তর প্রান্তের ফৌজদার হাটের সংক্রামক ব্যাধি হাসপাতালের পাশে স্থান পরিদর্শন করেছেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গতকাল সকালে তিনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত করতে পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রকৌশলী ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের নেতৃবৃন্দ। গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ‘বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন ১৬ একর এবং অপর পাশের আরও ১৫ একর ভূমিতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন’ বলে জানা যায়। পরিদর্শন দলে থাকা বিএমএ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শেখ শফিউল আজম বলেন, ফৌজদারহাট এলাকার স্বাস্থ্য অধিদফতরের অনেক জায়গা আছে।

এখানকার প্রায় ৩১ একর ভূমিতে মেডিকেল বিশ্ববিদ্যালয়  প্রতিষ্ঠা করা হবে। এখানে অতি প্রাচীন কিছু দুর্বল স্থাপনা আছে।

সর্বশেষ খবর