শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সংবিধান স্থগিতের আর কোনো সুযোগ নেই

——— অ্যাটর্নি জেনারেল

দিনাজপুর প্রতিনিধি

গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করার আর সুযোগ নেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বিচারপতি ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পিতা সাবেক এমপি এম আবদুর রহিম স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এ কথা বলেন।

এ প্রসঙ্গে তিনি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে বলেন, এ প্রক্রিয়ায় কেউ সংবিধান স্থগিত করলে তা হবে রাষ্ট্রদ্রোহের শামিল।

গতকাল বিকাল ৪টায় এম আবদুর রহিম নাগরিক শোকসভা কমিটির আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এম আবদুর রহিম নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম তানুর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  সভাপতি মনজুরুল আহসান বুলবুল, হাজী  মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর