শিরোনাম
শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
মেডিকেলে ভর্তিযুদ্ধ

সাড়ে ৯ হাজার আসনে শিক্ষার্থী ১ লাখ

নিজস্ব প্রতিবেদক

সাড়ে ৯ হাজার আসনে শিক্ষার্থী ১ লাখ

সারা দেশে গতকাল এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবিটি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে তোলা —বাংলাদেশ প্রতিদিন

মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছেন। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে ১৮ কেন্দ্রের ৩৭ ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ২১২ ও বেসরকারি কলেজে ৬ হাজার ২২৫ আসনের বিপরীতে ৯০ হাজার ৪২৬ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভর্তি পরীক্ষা চলার সময়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে হল  পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। পরীক্ষার প্রশ্নপত্র বহন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র আনার সময় পর্যাপ্তসংখ্যক ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করা হয়। আর চিকিৎসা শিক্ষায় মানের সঙ্গে কোনো আপস করা হবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর