শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ছায়ানটের শরৎ বরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

ছায়ানটের শরৎ বরণ

শরতে কাশফুলের নান্দনিক সৌন্দর্যে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। ৬৮ হাজার গ্রাম-বাংলার অঙ্গে অঙ্গে শোভা পাচ্ছে শারদীয় মহিমা। সাদা কাশফুলের সৌন্দর্য রূপসী বাংলার রূপের ডালি কতগুণ বাড়িয়ে দেয়— এটা শুধু তারাই জানেন যারা প্রকৃতির খুব কাছাকাছি থাকেন।

এদিকে শহুরের বাসিন্দাদের সামনে শরতের সৌন্দর্য তুলে ধরতে শরৎ বরণ করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের  বকুলতলায় অনুষ্ঠিত হয় শারদীয় এ আয়োজন। ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘বিশ্ববীণারবে বিশ্বজন মহিছে’  গানের মধ্য দিয়ে সকাল ৭টায় শুরু হয় শরৎ বরণের আনুষ্ঠানিকতা।

কাশফুলের শুভ্রতার সঙ্গে নীল রঙের সংমিশ্রণের পোশাকে বকুলতলাকে শারদীয় রঙে রাঙিয়ে তোলেন অনুষ্ঠানে আগতরা। শারদীয় পোশাকের সঙ্গে শিল্পীদের নূপুরের ধ্বনি ও সুরের খেলা অনুষ্ঠানস্থলে ছড়িয়ে পড়ে শরতের স্নিগ্ধতা। এক টুকরো প্রকৃতি যেন বিছিয়ে দেওয়া হয়েছিল চারুকলার বকুলতলায়। এ সময় একক ও সম্মেলক গান এবং নৃত্যের মধ্য দিয়ে আয়োজনকে উপভোগ্য করে তোলেন ছায়ানটের শিল্পীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর