রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সরিষার নামে খালি কনটেইনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরিষা আমদানির নামে সিঙ্গাপুর থেকে ৪৩টি খালি কনটেইনার আনায় লাকী ট্রেডিংয়ের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার মামলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সরিষা আমদানির নামে অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে চট্টগ্রামের এই প্রতিষ্ঠানটির গত তিন বছরের আমদানি তথ্য পুনর্নিরীক্ষারও উদ্যোগ নিয়েছে কাস্টমস। কাস্টমস সূত্রে জানা গেছে, গত তিন বছরে ৪৭২টি চালানের বিপরীতে ৮৭১ কোটি টাকার পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এসব চালানে পণ্য আমদানির আড়ালে অর্থ পাচার করা হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে। কাস্টমসের কর্মকর্তাদের আশঙ্কা, পণ্য আমদানির আড়ালে এসব চালানের অধীন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। প্রাথমিক তদন্তে গত আগস্টে এক হাজার টন সরিষা আমদানির ঘোষণা দিয়ে ৪৩টি খালি কনটেইনার নিয়ে আসে লাকী ট্রেডিং। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা পাচারের বিষয়ে নিশ্চিত হয় কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার রেজাউল হক বলেন, সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ৩ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের সরিষা বীজ আমদানি করে প্রতিষ্ঠানটি। সে সময় চালানটির চারটি কনটেইনার বেসরকারি ডিপোতে নিয়ে যাওয়ার সময় বন্দর গেটে স্ক্যানিংকালে দেখা যায় কনটেইনারের ভিতর পণ্য নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর