রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চার হাজার বস্তা মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধ জব্দ, জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অভিযান চালিয়ে চার হাজার ৪০০ বস্তা গুঁড়ো দুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের প্যাকেটে উৎপাদন ও মেয়াদে ভুয়া সিল ব্যবহার করায় আমদানিকারক নাজিম উদ্দিনকে দেড় লাখ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদণ্ড দিয়েছে। গতকাল বিকালে নগরীর মাঝিরহাটের নুর ডেইরি-এ ফুডস প্রসেসিং ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফোরকান বলেন, ওই প্রতিষ্ঠানটি বিএসটিআই’র অনুমোদন ছাড়া গুঁড়ো দুধ আমদানি করে। দুধের বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখও ছিল ভুয়া। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক নাজিম উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে চার হাজার ৪০০ বস্তা গুঁড়ো দুধের বস্তা জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর