শিরোনাম
রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ছাত্রীদের নিরাপত্তায় প্রতিরোধ গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোয় প্রতিরোধ কমিটি গড়ে তোলার নির্দেশ দেন তিনি। গতকাল রাজধানীর খামারবাড়িতে মন্ত্রণালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রী। সিলেটে খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা মানুষ নামধারী পশু। নারী শিক্ষার্থীদের প্রতি সহিংসতা রোধে ১৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধনের আয়োজন করা হবে। এ ছাড়া ২০ অক্টোবর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সভা অনুষ্ঠিত হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা কমিটির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের নিয়ে সহিংসতা রোধে এ কমিটি গঠন করা যেতে পারে। এ কমিটি বখাটেদের শোধরানোর চেষ্টা করবে। এতে কাজ না হলে তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে। সন্তান যাতে নষ্ট না হয় এজন্য অভিভাবকদের সতর্ক থাকতে হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় গণ্য হবে না। কেউ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করবেন না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তনু হত্যার বিচারের অগ্রগতি যথেষ্ট নয়। আমরা এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই।’

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর