রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পূর্ব তিমুরে রামোস হোর্তার শান্তি পুরস্কার প্রাপ্তির অনুষ্ঠানে ইউনূস

নিজস্ব প্রতিবেদক

পূর্ব তিমুর সরকার আয়োজিত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী জোসে রামোস হোর্তা ও বিশপ কার্লোস জিমেনেস বেলোর নোবেল বিজয়ের ২০ বছরপূর্তি উপলক্ষে ‘নাগরিকত্ব, শান্তি ও কল্যাণ’ বিষয়ে সম্মেলনে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকার ইউনূস সেন্টার এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ অক্টোবর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট তুর মাতান রুয়াক সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রফেসর ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের আরও পাঁচ নোবেল বিজয়ী উপস্থিত ছিলেন। পরে প্রেসিডেন্ট প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং পূর্ব তিমুরে আসার জন্য তাকে ধন্যবাদ জানান। প্রফেসর ইউনূস দেশটির প্রধানমন্ত্রী ড. রুই মারি দে আরুজু ও ফার্স্ট লেডি ইসাবেল দে কস্তা ফেরেইরার সঙ্গেও আলোচনায় মিলিত হন। ভারতের নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী, পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী ব্রায়ান সেমিড, অর্থনীতিতে নোবেল জয়ী প্রফেসর ফিন আরলিং কিডল্যান্ড এবং চিকিৎসায় নোবেল বিজয়ী স্যার রিচার্ড জন রবার্টও সম্মেলনে যোগদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর