রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘করদাতাদের সম্মান বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসা, শিল্প ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। কারণ জনগণের করের অর্থেই দেশের উন্নয়ন সাধিত হয়। সারা দেশের করযোগ্য মানুষ ও মাঠপর্যায়ে কর্মকর্তাদের অনুপ্রাণিত করতে মাঠে নেমেছি। তিনি বলেন, করদাতাদের সম্মান বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সর্বোচ্চ করদাতাদের জাতীয় অনুষ্ঠানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কমিটি এমনকি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সম্মান দেওয়া হবে যেন তারা নিজেদের ভূমিকা পালন করতে পারেন। তিনি গতকাল বগুড়ায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন। বগুড়া কর অঞ্চলের কর কমিশনার এস এম বদিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দীন, পারভেজ ইকবাল, আবদুর রাজ্জাক ও ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর