Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ অক্টোবর, ২০১৬ ২৩:৩৯
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে জয়কে চান রংপুরবাসী
নিজস্ব প্রতিবেদক, রংপুর
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে জয়কে চান রংপুরবাসী

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে যে কমিটি হবে সেখানে সজীব ওয়াজেদ জয়কে দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান রংপুরবাসী। জেলাবাসী মনে করেন, ২০১৪ সালের ১৬ মার্চ রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় জেলার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে এ অঞ্চলে গ্যাস সংযোগ, বাণিজ্য বৃদ্ধি, শিল্প-কারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জয়। উন্নয়নের কাজও শুরু করেছেন তিনি। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদ পেলে জনসেবা এবং দেশ গঠনে তার দায়িত্ব আরও বেড়ে যাবে।

আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠেয় আওয়ামী লীগের কাউন্সিল সামনে রেখে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলাপে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দেবেন সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় কয়েক বছর আগে আওয়ামী লীগের সদস্যপদ নেন। দলের পীরগঞ্জ উপজেলা কমিটিতে তাকে এক নম্বর সদস্য করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow