Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৯ অক্টোবর, ২০১৬ ২৩:৪০
চসিকের বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে নগর ভবনে বাজেট অধিবেশনে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ বাজেট ঘোষণা করেন।

বাজেট অধিবেশনে ২০১৫-১৬ অর্থ বছরের ৫৯২ কোটি ৬৬ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎসকর ও অভিকর থেকে ২৪২ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকা, হাল ও অভিকর থেকে ৫৫০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার, অন্যান্য কর থেকে ২২২ কোটি ২৭ লাখ টাকা, নির্ধারিত ১৩ খাতে ফি বাবদ ৬১ কোটি ৬৭ লাখ টাকা, জরিমানা বাবদ ৩০ লাখ টাকা, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় ৭২ কোটি ১২ লাখ টাকা, সুদ বাবদ ৫ কোটি টাকা, বিবিধ আয় ১৮ কোটি ১৫ লাখ টাকা, ভর্তুকি বাবদ আয় ২৪ কোটি ৫৫ লাখ টাকা। তা ছাড়া আছে ত্রাণ-সাহায্য ২০ লাখ টাকা, উন্নয়ন অনুদান ৯৮৫ কোটি ১০ লাখ টাকা আয় দেখানো হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow