সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

২০০ বছরের পুকুর ভরাট বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর শহরের ২০০ বছরের পুরনো একটি পুকুর ভরাট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে পুকুরটি পুনরুদ্ধারে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। গতকাল আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, ভূমি সচিব, মাদারীপুরের জেলা প্রশাসক , পুলিশ সুপার ও মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। গত ৬ অক্টোবর বিভিন্ন জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, জেলা প্রশাসনের পুকুর ভরাট করছে যুবলীগ-ছাত্রলীগ। প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মাদারীপুর শহরের পুলিশ ফাঁড়ি পুকুরটি ভরাট করা হচ্ছে। যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কয়েকজন অবৈধভাবে পুকুরটি ভরাট করছেন। পুরান বাজারের লঞ্চঘাট এলাকায় পুকুরটি অবস্থিত। প্রায় ২০০ বছরের পুরনো দুই একর তিন শতাংশের এই পুকুরের মালিক জেলা প্রশাসন।

সর্বশেষ খবর