Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ অক্টোবর, ২০১৬ ২৩:৪০
সাত সৃজনশীল প্রশ্ন বহাল
নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও এইচএসসিতে এমসিকিউ থেকে দশ নম্বর কমিয়ে ও লিখিত সৃজনশীলে ছয়টি থেকে একটি বাড়িয়ে সাতটি প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ে আয়োজিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে দেশের বরেণ্য শিক্ষাবিদদের নিয়ে গঠিত পরামর্শক কমিটির সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, শিক্ষাবিদরা এমসিকিউতে নম্বর কমাতে অভিমত দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এতদিন ১০০ নম্বরের পরীক্ষায় সৃজনশীল অংশে ২ ঘণ্টা ১০ মিনিট সময়ে ৬০ নম্বরের উত্তর দিতে হতো, এমসিকিউ অংশে ৪০ মিনিটে ৪০ নম্বরের উত্তর দিতে হতো। নতুন নিয়মে সৃজনশীলে ৭০ ও এমসিকিউ অংশে ৩০ নম্বর বরাদ্দ থাকবে। দুই অংশের জন্য যথাক্রমে সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট ও ৩০ মিনিট। সভায় ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, শাবির অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow