Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ০২:৪১
বেঙ্গলে কথামালায় সৈয়দ হক স্মরণ
সাংস্কৃতিক প্রতিবেদক
বেঙ্গলে কথামালায় সৈয়দ হক স্মরণ

কথামালা, আবৃত্তি, পাঠ, নাটকের সংলাপ পরিবেশনসহ নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এই স্মরণানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যাভিনেতা আলী যাকের, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। প্রধান অতিথি বলেন,  প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সৈয়দ শামসুল হক সৃজনী উৎকর্ষে বাংলা সাহিত্যের সব শাখাকে সমৃদ্ধ করেছেন। অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ এবং লেখকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের মাতব্বরের মেয়ের চরিত্রের একটি সংলাপ পরিবেশন করেন ত্রপা মজুমদার।

এই পাতার আরো খবর
up-arrow