মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মাদারীপুরে পুকুর ভরাট বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের পুলিশফাঁড়ি-সংলগ্ন ২০০ বছরের পুরনো পুকুর ভরাট বন্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুকুর ভরাট কার্যক্রমে দুই মাসের স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়ে রুলও জারি করেছে আদালত। একটি রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। পরিবেশ অধিদফতরের পরিচালক (প্রয়োগ), মাদারীপুরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুকুর ভরাট বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং ভরাটকৃত অংশ ভরাটকারীদের নিজ খরচে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পরিবেশ ডিজিসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর