Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ২৩:১৭
শেরেবাংলায় জনবল নিয়োগ
তদন্তের শুরুতেই হোঁচট খেল দুদক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগে অনিয়ম তদন্তের শুরুতেই হোঁচট খেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকালের মধ্যে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র বরিশাল দুদকে জমা দেওয়ার জন্য নির্ধারিত থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রে এ ঘটনায় বরখাস্ত হওয়া প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিলকে বারবার তাগাদা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন না বলে অভিযোগ ওঠেছে।

বরিশাল দুদকের পরিচালক মো. আকতার হোসাইন জানান, শেরেবাংলা মেডিকেলের কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্ত করবে বরিশাল দুদক। নিয়োগ সংক্রান্ত কাগজপত্র গতকালের মধ্যে বরিশাল দুদক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দুদককে জানিয়েছে- নিয়োগ সংক্রান্ত কাগজপত্র যে কর্মকর্তার কাছে রয়েছে, তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

এই পাতার আরো খবর
up-arrow