Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ২৩:২১
মণ্ডপ থেকে মণ্ডপে জিয়াউদ্দিন বাবলু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শারদীয় দুর্গোৎসবে চট্টগ্রামের শহর-গ্রাম চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও চট্টগ্রাম কোতোয়ালি আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। কখনো ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে, কখনো নিজ দলের কর্মীবাহিনী নিয়ে সনাতনীদের শুভেচ্ছা জানাতে মণ্ডপ থেকে মণ্ডপে ছুটে যান তিনি। গেল দুই দিনে প্রায় ২০টি মণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে সর্বজনীন ঐক্যের ডাক দেন জাপার এই শীর্ষ নেতা। অনুদানও দিয়ে চলেছেন। চট্টগ্রাম শহরের প্রধান মণ্ডপ জেএমসেন হল মাঠের শারদীয় উৎসবের মহাষ্টমীর আলোচনার উদ্বোধক ছিলেন জোটের এই শীর্ষ নেতা। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলম প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow