মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শাহজালালে দেড় কেজি সোনাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। গতকাল সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা যাত্রী ফারুক হোসেন (৩৩) এই সোনা বহন করে আনছিলেন। তাকেও আটক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, বেলা ১১টার দিকে ওই যাত্রী ঢাকায় আসেন। এ সময় শুল্ক বিভাগের প্রিভেনটিভ দল তাকে তল্লাশি করে ১৪টি সোনার বার ও ১৩টি সোনার চেইন উদ্ধার করে। সোনাগুলোর ওজন এক কেজি ৪৬২ গ্রাম।

মেমোরি কার্ড জব্দ : পোস্টাল পার্সেলে মিথ্যা ঘোষণায় আনা তিন হাজার ৮০০টি মেমোরি কার্ড জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আটক মেমোরি কার্ডগুলো ৮ জিবি ও ১৬ জিবির। গতকাল বিমানবন্দরের দুটি পার্সেলে এগুলো আনা হয়। পার্সেলগুলো কম্পিউটার সিস্টেম টেকনোলজি, রহিমা প্লাজা ও এসটি এন্টারপ্রাইজ, মোতালেব প্লাজা, ঢাকা নামে আসে।

সর্বশেষ খবর