বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মংলা বন্দরে বিদেশি জাহাজ আটক

বাগেরহাট প্রতিনিধি

মামলা সংক্রান্ত জটিলতায় মংলা বন্দরে একটি বিদেশি জাহাজ আটক করা হয়েছে। আমদানিকারকের দায়ের করা ক্ষতিপূরণের মামলার পরিপ্রেক্ষিতে আদালত সাইপ্রাসের পতাকাবাহী এম ভি বোরা নামক ওই জাহাজটিকে আটক করার নির্দেশ দেয়। জাহাজটি বর্তমানে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় অবস্থান করছে। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, যশোরের নওয়াপাড়ার মেসার্স রফিকুল ইসলাম নামক কোম্পানির ইউক্রেন থেকে আমদানি করা প্রায় ২৮ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি বোরা নামক জাহাজটি গত ২ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসে। এরপর ওই বন্দরে মাস খানেক ধরে প্রায় সাড়ে ১২ হাজার ৬০০ মেট্রিক টন গম খালাস শেষে গত ১০ সেপ্টেম্বর জাহাজটি মংলা বন্দরে ভিড়ে। এখানেও জাহাজটি প্রায় মাস খানেক ধরে অবস্থান করে সাড়ে ১৫ হাজার মেট্রিক টন গম খালাস করে। শনিবার বিকালে জাহাজটি হতে গম খালাস কাজ সম্পন্ন হয়েছে। জাহাজটি চট্টগ্রাম ও মংলা এ দুই বন্দরে অবস্থানকালীন সময় ক্রেনের ধীরগতিসহ অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে পণ্য খালাস কাজ দারুণভাবে বিলম্বিত হতে থাকে। সাধারণত যে পরিমাণ গম দুই বন্দরে মাত্র ১৫ দিনের মধ্যে খালাস হওয়ার কথা যান্ত্রিক ত্রুটির কারণে তা খালাস করতে প্রায় দুই মাসের অধিক সময় লেগে যায়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রফিকুল ইসলাম।

সর্বশেষ খবর