বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রাথমিক সমাপনীর কারণে বন্ধ হচ্ছে না ফেসবুক

প্রতিদিন ডেস্ক

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধ হচ্ছে বলে খবর ছড়ালেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর বিডিনিউজ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান বলেন, ‘ফেসবুক বন্ধ রাখার প্রশ্নই ওঠে না, এমন কোনো চিন্তাও মাথায় আসেনি।’

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় প্রশ্নফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ থাকবে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইন্টারনেটের সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ধরনের খবরে ক্ষোভ প্রকাশ করে গণশিক্ষা সচিব বলেন, ‘ভেরিফিকেশন না করে কই থেকে যে অদ্ভুত নিউজ দেয়!’ ‘এগুলো এখন আর করা যায় না। মাথা ব্যথা হলে কি আর মাথা কাটা যায়? আগে মাথা ব্যথা সারাতে হবে। আমি কয়টা বন্ধ করব? ফেসবুক আছে, ভাইবার আছে, ইউচ্যাট আছে, আরও অনেক আছে, কয়টি বন্ধ করব আমরা?’ কোনো ইলেকট্রনিক মাধ্যম বন্ধ করার এখতিয়ার না থাকার কথা জানিয়ে আসিফ বলেন, ‘তবে প্রশ্ন ছাপানো, বিতরণ বা যেসব জায়গা থেকে প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা থাকে সেগুলো চেক দেওয়ার চেষ্টা করব।’

সর্বশেষ খবর