শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পুলিশের বিরুদ্ধে র‌্যাবের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের বিরুদ্ধে র‌্যাব যে অভিযোগ তুলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। তবে র‌্যাবের মহাপরিচালক তাকে ডিঙিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অভিযোগ করেননি বলে জানান পুলিশপ্রধান।

সম্প্রতি একটি দৈনিকে খবর আসে যে, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ছয়টি ঘটনা উল্লেখ করে র‌্যাবের কার্যক্রমে বাধা এবং পুলিশ কর্তৃক র‌্যাব সদস্যদের নির্যাতনের লিখিত অভিযোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গতকাল দুপুরে পুলিশ সদর দফতরে ‘বিডি পুলিশ হেল্পলাইন’ নামে পুলিশের একটি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন পুলিশপ্রধান এ কে এম শহীদুল হক। তার কাছে জানতে চাওয়া হয়েছিল— র‌্যাবের মহাপরিচালক মন্ত্রণালয়ে একটি অভিযোগ করেছেন, যাতে তিনি বলেছেন পুলিশ ও র‌্যাবের মধ্যে যে কার্যক্রম চলছে, তাতে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আপনার প্রতিক্রিয়া কী? তখন শহীদুল হক বলেন, ডিজি র‌্যাব মন্ত্রণালয়ে কোনো অভিযোগ করেননি। এটা আপনি (সাংবাদিক) ভুল তথ্য দিয়েছেন। ডিজি র‌্যাব আইজিকে বাদ দিয়ে ডাইরেক্ট মন্ত্রণালয়ে অভিযোগ করেননি। ডিজি র‌্যাব আমার কাছে লিখছেন, তা দেখা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আর কিছু বলতে অনীহা জানিয়ে পুলিশপ্রধান সাংবাদিকদের বলেন, আপাতত অ্যাপসের মধ্যে সীমাবদ্ধ থাকেন। আইজিপি বলেন, এ অ্যাপসটি জনগণ ও পুলিশের মধ্যে আন্তযোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। প্রয়োজনে পুলিশ তথ্য প্রদানকারীর সঙ্গে যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য চাইতে পারবে। তথ্য প্রদানকারী তার অভিযোগের ওপর নেওয়া পদক্ষেপ দেখতেও পারবেন এবং একই সঙ্গে নেওয়া পদক্ষেপ পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও দেখতে পারবেন। এতে পুলিশের সেবা প্রদান, কাজের গতি ও জবাবদিহিতা বাড়বে। এর আগে, ১১ জুলাই র‌্যাব সদর দফতরে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ অপরাধের তথ্য জানাতে ‘Report 2 RAB’ নামে একটি অ্যাপস চালু করেন। এরপর ৩১ জুলাই সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গি ও সন্ত্রাসীদের তথ্য জানাতে ‘Hello CT’ নামে অন্য একটি অ্যাপস  চালু করেন।

সর্বশেষ খবর