Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ অক্টোবর, ২০১৬ ২৩:৩২
নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা
——— যুবলীগ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিশ্বের সবচেয়ে প্রাজ্ঞ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি জনগণকে উপলব্ধি করেছেন, জনগণের ভাষা বোঝেন। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছেন তিনি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন শেখ হাসিনা। তিনি গতকাল দুপুরে বগুড়া জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান। এতে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। জেলা যুবলীগের বিদায়ী সভাপতি মঞ্জুরুল আলম মোহনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আবদুল মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, হাবিবর রহমান এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত প্রমুখ।

নতুন সভাপতি-সম্পাদক : বগুড়া জেলা যুবলীগের সম্মেলনে শুভাশীষ পোদ্দার লিটন সভাপতি ও আমিনুল ইসলাম ডাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত। এ সময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আবদুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগের বিদায়ী সভাপতি মঞ্জুরুল আলম মোহন, সাধারণ সম্পাদক সাগর কুমার রায় উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow