Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ অক্টোবর, ২০১৬ ০২:৩৭
৭ নভেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ নভেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সমাবেশের মাধ্যমেই চলতি বছরে দলীয় কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন তিনি। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর ঘরোয়াভাবে আলোচনা সভার আয়োজন করে এলেও এবারই প্রথম বৃহৎ আকারের সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি। দলের কেন্দ্রীয় দফতর ও চেয়ারপারসন কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানসহ সম্ভাব্য স্থানগুলোতে অনুমতি চাওয়া হবে। এমনকি শেষ পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও আয়োজন করা হতে পারে এ সমাবেশ। তবে দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর বাইরে সাভার, ধামরাই, কেরানীগঞ্জ কিংবা ঢাকা জেলার ভিতরে এ ধরনের যে কোনো স্থানেই আয়োজন করা হতে পারে এ সমাবেশের।

এই পাতার আরো খবর
up-arrow