রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

হকার উচ্ছেদের আগে পুনর্বাসন প্রয়োজন

—মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, হকাররা আজ সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, শোষণ ও বঞ্চনার শিকার। তাদের কোনো প্রকার নোটিস ছাড়াই উচ্ছেদ করা হয়।  হকার উচ্ছেদ করার আগে পুনর্বাসন বেশি জরুরি। গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হকার্স শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় এতে প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা মুহাম্মদ আশরাফ আলী আকন।

সর্বশেষ খবর