সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
গৃহকর পুনর্মূল্যায়ন

১৪ হাজার অভিযোগ শুনবেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

১৪ হাজার অভিযোগ শুনবেন চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রথমবারের গৃহকর আদায় সংক্রান্ত প্রায় ১৪ হাজার করদাতার আপত্তি-অভিযোগ পর্যায়ক্রমে শুনবেন। গতকাল চসিক কনফারেন্স কক্ষে শুরু হয় এ শুনানি। এ সময় করদাতারা সরাসরি মেয়রের কাছে নিজের আপত্তির কথা জানানোর সুযোগ পেয়েছেন। মেয়র শুনানি শেষে তাত্ক্ষণিক নিষ্পত্তিও করছেন সবকয়টি সমস্যা। চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, ইতিমধ্যে রাজস্ব বিভাগ ২০০৮-০৯ অর্থ বছর থেকে ২০১৫-১৬ অর্থবছরের করদাতাদের পুনর্মূল্যায়ন সংক্রান্ত অভিযোগের ব্যাপারে ৪১ ওয়ার্ড থেকে মোট ১৩ হাজার ৭৪২টি আবেদন জমা পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর