মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কওমি সনদের মান দেওবন্দের আদলে হতে হবে : আল্লামা শফী

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশের (বেফাক) সভাপতি ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, এদেশে কওমি মাদরাসাসমূহ ভারতের দেওবন্দের নীতি আদর্শ মতে পরিচালিত হয়। কওমি সনদের ইস্যুসহ যে কোনো বিষয়ে দেওবন্দের নীতি আদর্শের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। দেওবন্দ যেভাবে পরিচালিত হয় সনদের মান নির্ধারণে দেওবন্দের নীতিমালা অনুযায়ী কওমি মাদরাসা পরিচালনা করা এবং সনদের মান নির্ধারণ সেভাবেই হতে হবে। গতকাল রাজধানীর মিরপুর আরজাবাদ মাদরাসা মাঠে উলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর