মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কওমির স্বাতন্ত্র বজায় রেখে সনদের স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কওমি মাদরাসার স্বাতন্ত্র বজায় রেখে ও দারুল উলুম দেওবন্দের মতো করে সনদের স্বীকৃতি দিতে হবে। অন্য কোনোভাবে দিতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

গতকাল রাজধানীর মাতুয়াইল মাদরাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঈমান ও ইসলাম বিধ্বংসী শিক্ষাআইন ও সিলেবাস চূড়ান্তকরণের চেষ্টা করলে ঈমানদার জনতা তা রুখে দেবে। থানা সভাপতি আলহাজ মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মুহা. সালাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর দক্ষিণ সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন মাহমুদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর