Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ অক্টোবর, ২০১৬ ২২:৫৫
ভর্তি ফরমের বর্ধিত মূল্য
আন্দোলনের মুখে আজ শাবিতে জরুরি সভা
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভর্তি পরীক্ষায় আবেদনের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে আজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষামঞ্চ’ ব্যানারে আন্দোলনের তৃতীয় দিনে গতকাল দিনব্যাপী মানববন্ধন, সভা, সমাবেশ, গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। সকাল থেকেই উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে তারা মানববন্ধন ও সমাবেশ করে। দুপুর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবন ‘ডি’ এর সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বিকালে অনুষ্ঠিত হয়েছে ভর্তি কমিটির সভা।

এই পাতার আরো খবর
up-arrow