Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৮ অক্টোবর, ২০১৬ ২২:৫৬
মা ইলিশ রক্ষা অভিযান
৬৪ হাজার মিটার জাল ও ৮৮ কেজি ইলিশ জব্দ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডিমওয়ালা মা ইলিশ রক্ষা অভিযানে ৬৪ হাজার ১৫০ মিটার জাল ও ৮৮ কেজি ইলিশ জব্দ করেছে প্রশাসন। এ সময় বরিশাল ও ঝালকাঠীর নলছিটিতে আটক ৩ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বিভাগীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক মো. আজিজুল হক জানিয়েছেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত বরিশাল বিভাগে ৭৬টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে ৮৮ কেজি ইলিশ ও ৬৪ হাজার ১৫০ মিটার জাল জব্দ করা হয়। মামলা হয়েছে ১০টি। ৩ জেলেকে আটক করা হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow