বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনাবিষয়ক সেমিনার শুরু

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত তিন দিনব্যাপী ‘রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনাবিষয়ক আঞ্চলিক সেমিনার’ গতকাল রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে। ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স’ (ওপিসিডব্লিউ)-এর প্রধান আহমেত উজুমছু সেমিনারের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান লে. জেনারেল মাহফুজুর রহমান স্বাগত বক্তব্য দেন। সেমিনারে সার্ক ও আসিয়ানভুক্ত দেশের ২০ এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ২০— মোট ৪০ জন প্রতিনিধি অংশ নেন। —আইএসপিআর।

সর্বশেষ খবর