বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আন্দোলনে কমল ভর্তি ফরমের মূল্য

শাবি প্রতিনিধি

আন্দোলনে কমল ভর্তি ফরমের মূল্য

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভর্তি ফরমের মূল্য কমাতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের চতুর্থ দিনে গতকাল সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে। এ খবর পেয়ে আন্দোলনরতরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় ‘ভর্তি ফরমের বর্ধিত মূল্য বিরোধী শিক্ষামঞ্চ’। বেলা ১টায় একাডেমিক কাউন্সিলের সভা শেষে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসেন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার করে ‘এ’ এবং ‘বি১’ ইউনিটে এক হাজার টাকা কমিয়ে ৮০০ টাকা, ‘বি২’ ইউনিটে ১ হাজার ২০০ থেকে ৯০০ টাকা করা হয়েছে। এ ছাড়া যারা ইতিমধ্যে ভর্তি আবেদন করেছেন তাদের বর্ধিত অর্থ ফেরত দেওয়া হবে। ‘ভর্তি ফরমের বর্ধিত মূল্যবিরোধী শিক্ষামঞ্চর মুখপাত্র সারোয়ার তুষার জানান, এটি সাধারণ শিক্ষার্থীদের নৈতিক বিজয়। ভবিষ্যতে এরকম কোনো অনৈতিক অর্থের বোঝা শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিলে আরও তীব্র আন্দোলন করা হবে।

সর্বশেষ খবর