Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ অক্টোবর, ২০১৬ ০৩:১৬
গঙ্গা-যমুনা নাট্যোৎসব কাল
সাংস্কৃতিক প্রতিবেদক
গঙ্গা-যমুনা নাট্যোৎসব কাল

গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের আয়োজনে আগামীকাল শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৬’। সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবে নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ভারত ও বাংলাদেশের ৮৩টি দল অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মঞ্চনাটক ৭টায় শুরু হবে। উদ্বোধনী সন্ধ্যায় নাট্যশালার মূল হলে মঞ্চায়ন হবে ভারতের হ-য-ব-র-ল নাট্যদলের নাটক ‘ঈপ্সা’, পরীক্ষণ থিয়েটার হলে প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’ এবং স্টুডিও থিয়েটার হলে কণ্ঠশীলনের নাটক ‘যা নেই ভারতে’। সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশ্যে এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে। গতকাল শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এই পাতার আরো খবর
up-arrow